Friday, September 2, 2016

ড্রাই ফ্রুইটস দিয়ে প্লেন কেক


ড্রাই ফ্রুইটস দিয়ে প্লেন কেক
যখন ড্রাই ফ্রুইটস দিয়ে প্লেন কেক / পাউন্ড কেক বানাই আমি তখন বাটার এর পরিবর্তে ঘি দেই আর সাথে এলাচি গুঁড়া দেই :D সকাল বেলা চায়ের সাথে খুব ভালো লাগে ^_^ কেক খেয়েছি তাই চা চিনি ছাড়া খেয়েছি
প্লেন কেক (ঘি দিয়ে )
ডিম ৩ টা ( ছোট হলে ৪ টা) যদি ফ্রিজে রাখা হয় তাহলে হালকা গরম পানিতে কিছুক্ষন ভিজিয়ে রাখবেন।
ময়দা ১ ১/৪ কাপ , লবন ১/৪ চা চামচ , বেকিং পাউডার ১ ১/২ চা চামচ , এলাচি গুঁড়া ১/৪ চা চামচ। সব একসাথে চেলে নিন। বিস্তারিত ............ 

Sunday, August 28, 2016

পটলের খোসা ও চিংড়ি ভর্তা।


পটলের খোসা ও চিংড়ি ভর্তা।

সবাই পারে, তাই না,
কিন্তু অনেক মজার
খুব সহজ রেসিপি....
উপকরন :

গরমে খেয়ে নিন মজাদার চকলেট মুজ



গরমে খেয়ে নিন মজাদার চকলেট মুজ
চকলেট মুজ,
উপকরন :

Tuesday, August 23, 2016

খুব সহজেই বানিয়ে ফেলুন কেএফসির সেই সুস্বাদু চিকেনগুলো


কেএফসির সেই চিকেনগুলো আপনার খুব পছন্দের। কেমন হবে যদি সেই কুড়মুড়ে চিকেনগুলো এবার বাড়িতেই বানিয়ে নেওয়া যায়? জেনে নিন রেসিপি
যা যা লাগবে:

Tuesday, February 11, 2014

রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴

      
















" মায়াবৃক্ষ "
————রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴

ভোরের উদিত সূর্যের আভা দিয়ে—
সাজিয়ে দিয়েছি তোর প্রথম বেলা
ঘন অভিমানে থরে থরে সাজান—
চোখের নদীতে নিত্য টইটুম্বুর খেলবি বলে,
হাসবি-কাঁদবি, আর বিবর্ণতার নির্যাস ছুড়ে ফেলে
প্রণয়ের আঁচলে বাঁধবি বাসা, নতুবা—
খেলার ছলে শুভ্র অনুমানে আঁকবি ছবি !

বলনা, তুই কি আমার মায়াবৃক্ষ হবি ?

নিদ্রার নীলে ডুবে যেতে যেতে বলবি কথা,
নীহারিকা হয়ে চুপি চুপি কাছে এসে—
বর্ষণ করবি প্রেমের নীলাভ কারুকাজ,
ছিন্নভিন্ন হওয়ার আগে হৃদয় গভীরে মুখ লুকাবি !

বলনা, তুই কি আমার মায়াবৃক্ষ হবি ?

চোখের ভেতর আকাশ দেখে
বিভেদ পোড়া শূন্যতায় হয়ে উঠি পরিপক্ক,
জেনে নিলাম তুই আমার—
তুই যে আমার একটাই মায়াবৃক্ষ ।।৴৴৴

Sunday, February 9, 2014

রুদ্রনীল রায়চৌধুরী














" বিজয় নিকেতনে কৃষ্ণ গহ্বর "
—————————————রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴

অনুচ্ছেদ—০১
——————

এতটা পথ অতিক্রম করে ফিরে এসেছ যে
আমার আঁচল তোমার মায়াময় ঘর্মাক্ত মুখখানি—
একটি বার, শুধু একটি বার আশ্রয় প্রার্থনা করে,
তোমার প্রশস্ত ললাটে চুম্বন এঁকে দিতে—
বড্ড সাধ হয় এই নির্লিপ্ত ওষ্ঠের ।

তুমি কি অনুধাবন করতে পারছ না ?
তাকাও আমার ভূ-গর্ভস্থের দিকে
যেখানে যতনে লালন করেছি রক্তপিণ্ড,
শুধু তোমারই গমনের বার্তা তার শিরে এঁকে দিয়ে—
প্রতিষ্ঠা দিতে চেয়েছি সৈনিকের ।

জানতাম তুমি আসবেই
যুদ্ধান্তে বিজয়ী বীরের ভূমিকায় তুমি ফিরবেই,
নয়তো—
পূর্ণতা কি করে পাবে বলো আমার মাতৃগহ্বর !

অনুচ্ছেদ-০২
——————

নিদারুণ বাস্তব !
সভ্যতা লুপ্ত যেখানে
সেখান থেকেই আমার উৎপত্তি ।

তোমার চুলে হাত বোলাতে গিয়ে দেখি—
কলঙ্কিত রাতের কটাক্ষতা লেপটে আছে,
ভাবনার উৎপাতে কিছুটা হলেও থমকে দাঁড়াই !
বিষণ্নতায় কেঁপে ওঠে সরসী;
বিন্দু বিন্দু জলরাশি—
সংগোপনে মিলিত হয় আঁখি মোহনায় !

অসংখ্য চোরাবালির প্রান্তর পার করে—
স্বপ্নগুলো পড়ে আছে এলোমেলো,
বিলাসী মন—
অমরত্বের কাঁটাতারে বিদ্ধ কোমল হৃদয় !

যে দিগন্তে নীলাভের বিস্তীর্ণ বনায়ন সু-চাতুরতায় আচ্ছন্ন
বলতে পারো কি করে সে ভাবনায়—
তুমি হীন একলা পথ চলতে হয়ে উঠি প্রসন্ন ?

ঝুলন্ত খাঁচার বন্দিদশায় যদি পড়ে রয় অগণিত সাচ্চা
দখিনা বাতাস নিরুপম বয়ে চলে সাবলীল নিপুণতায়—
সমাধি বেদিতে ঠাঁই পেল সে জীবনের অন্তিম সত্তা ।।৴৴৴

————————————————————————
বিনম্র শ্রদ্ধা সেই সব শহীদদের প্রতি,
যাদের আত্মত্যাগে আজ আমি, আমরা বাংলায় কথা বলি ।।৴৴৴

2 become 1, Spice girls Share my little try https://www.youtube.com/watch?v=pmwugsEYcGw#action=share