Sunday, February 9, 2014
রুদ্রনীল রায়চৌধুরী
" বিজয় নিকেতনে কৃষ্ণ গহ্বর "
—————————————রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴
অনুচ্ছেদ—০১
——————
এতটা পথ অতিক্রম করে ফিরে এসেছ যে
আমার আঁচল তোমার মায়াময় ঘর্মাক্ত মুখখানি—
একটি বার, শুধু একটি বার আশ্রয় প্রার্থনা করে,
তোমার প্রশস্ত ললাটে চুম্বন এঁকে দিতে—
বড্ড সাধ হয় এই নির্লিপ্ত ওষ্ঠের ।
তুমি কি অনুধাবন করতে পারছ না ?
তাকাও আমার ভূ-গর্ভস্থের দিকে
যেখানে যতনে লালন করেছি রক্তপিণ্ড,
শুধু তোমারই গমনের বার্তা তার শিরে এঁকে দিয়ে—
প্রতিষ্ঠা দিতে চেয়েছি সৈনিকের ।
জানতাম তুমি আসবেই
যুদ্ধান্তে বিজয়ী বীরের ভূমিকায় তুমি ফিরবেই,
নয়তো—
পূর্ণতা কি করে পাবে বলো আমার মাতৃগহ্বর !
অনুচ্ছেদ-০২
——————
নিদারুণ বাস্তব !
সভ্যতা লুপ্ত যেখানে
সেখান থেকেই আমার উৎপত্তি ।
তোমার চুলে হাত বোলাতে গিয়ে দেখি—
কলঙ্কিত রাতের কটাক্ষতা লেপটে আছে,
ভাবনার উৎপাতে কিছুটা হলেও থমকে দাঁড়াই !
বিষণ্নতায় কেঁপে ওঠে সরসী;
বিন্দু বিন্দু জলরাশি—
সংগোপনে মিলিত হয় আঁখি মোহনায় !
অসংখ্য চোরাবালির প্রান্তর পার করে—
স্বপ্নগুলো পড়ে আছে এলোমেলো,
বিলাসী মন—
অমরত্বের কাঁটাতারে বিদ্ধ কোমল হৃদয় !
যে দিগন্তে নীলাভের বিস্তীর্ণ বনায়ন সু-চাতুরতায় আচ্ছন্ন
বলতে পারো কি করে সে ভাবনায়—
তুমি হীন একলা পথ চলতে হয়ে উঠি প্রসন্ন ?
ঝুলন্ত খাঁচার বন্দিদশায় যদি পড়ে রয় অগণিত সাচ্চা
দখিনা বাতাস নিরুপম বয়ে চলে সাবলীল নিপুণতায়—
সমাধি বেদিতে ঠাঁই পেল সে জীবনের অন্তিম সত্তা ।।৴৴৴
————————————————————————
বিনম্র শ্রদ্ধা সেই সব শহীদদের প্রতি,
যাদের আত্মত্যাগে আজ আমি, আমরা বাংলায় কথা বলি ।।৴৴৴
Subscribe to:
Post Comments (Atom)
2 become 1, Spice girls Share my little try https://www.youtube.com/watch?v=pmwugsEYcGw#action=share

-
latest video song , new action short story free read , New Adventure short story free read and download , new adventure story , ...
-
Hard to blend in when you don’t speak the language. That’s the way it felt. She’d been there ten days already, watching flocks of sparrow’s...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.